বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

কফিনবন্দী দেহ দেখে কান্নায় আত্মহারা ঝাঁসিতে ট্যাঙ্ক বিস্ফোরণে মৃত সুকান্ত মন্ডলের মা ও তার পরিবার।

কফিনবন্দী দেহ দেখে কান্নায় আত্মহারা ঝাঁসিতে ট্যাঙ্ক বিস্ফোরণে মৃত সুকান্ত মন্ডলের মা ও তার পরিবার।


 আলামিন সেখ, পলাশিপাড়া: কালী পুজোয় ছেলের ফেরার কথা থাকলেও শনিবার রাতে পলাশিপাড়ার হাঁসপুকুরিয়ায় ফিরল ছেলের দেহ, তবে তা কফিন বন্দি হয়ে। কফিনবন্দী দেহ দেখে কান্নায় আত্মহারা ঝাঁসিতে ট্যাঙ্ক বিস্ফোরণে মৃত সুকান্ত মন্ডলের মা ও তার পরিবার। প্রসঙ্গত গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশের ঝাঁসিতে ববিনার ৫৫ আরমার্ড রেজিমেন্টের নির্দিষ্ট জায়গায় চলছিল ট্যাঙ্কের প্রশিক্ষণ। সেখানে T 90 ট্যাঙ্ক বিস্ফোরনে মৃত্যু হয় সুকান্ত ও এক কমান্ডারের। ঐদিন রাতেই ছুটিতে থাকা পাশের গ্রামে একই রেজিমেন্টে কর্মরত সুমন্ত মন্ডল , সুকান্তর বাড়িতে ওই দুর্ঘটনার খবর দেয়। এরপরেই কান্নায় ভেঙে পরে পরিবার। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ববিনা রেজিমেন্টের সেনা হাসপাতালে ময়নাতদন্তের পর শুক্রবার সকালে ববিনা থেকে ঝাঁসি , সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় দিল্লী। দিল্লি বিমানবন্দর থেকে বিমানে মৃতদেহ নিয়ে আসা হয় কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে কফিনবন্দি দেহ রওনা দেয় হাঁসপুকুরিয়ার উদ্দেশ্যে। রাত সাড়ে ৯ টার সময় গ্রামে এসে পৌঁছায় দেহ। সেখানে রাজ্য পুলিশ ও সেনার তরফে সুকান্তকে সম্মান জানাতে গান স্যালুট দেওয়া হয়।

শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

স্ত্রীকে দিয়ে স্ত্রীর প্রেমিককে বাড়িতে ডেকে এনে খুন করল স্বামী।

  এন. বিশ্বাস -ঃ-নদীয়া-ঃ মুন্ডু কেটে তান্ডব। স্ত্রীকে দিয়ে স্ত্রীর প্রেমিককে বাড়িতে ডেকে এনে চারজনে মিলে প্রেমিকের দেহ ও মুন্ডু আলাদা করে কেটে খুন করল স্বামী। নদীয়ার ধুবুলিয়ার প্রহ্লাদ ঘোষএর স্ত্রী নমিতা ঘোষ বেশ সুখে জীবন যাপন করছিলেন হঠাৎ এই প্রতিবেশী বাবুসোনা ঘোষ এর সঙ্গে নমিতা দেবীর মধুর সম্পর্ক তৈরি হয়। এটা প্রহ্লাদ বাবু জানতে পারেন। জানার পর বারবার বারণ করা সত্ত্বেও বাবুসোনা ঘোষ রাজি হননি সেই সম্পর্ক বিচ্ছিন্ন করতে শেষ পর্যন্ত স্ত্রী নমিতা ঘোষকে দিয়ে কৃষ্ণগঞ্জ থানার পীরপুরে নিজের বাড়িতে ডেকে আনে বাবুসোনাকে। প্রেমের টানে নমিতা দেবীর কোথায় চলে আসে বাবুসোনা । এরপর বাড়ির কাছে কলাবাগানে প্রহ্লাদ ঘোষ প্রসেনজিৎ ঘোষ , শঙ্কর ঘোষ এবং নমিতা ঘোষ মোট চারজন মিলে প্রথমে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুন করে । পরে মৃত্যু নিশ্চিত করতে বাবুসোনার দেহ থেকে মুন্ডুটাকে ধারালো অস্ত্র দিয়ে কেটে আলাদা করে এবং দেহটাকে মাথাভাঙ্গা নদীতে ফেলে দেয়। প্রমাণ লোপাট করতে দেহ থেকে জামা কাপড় খুলে প্রায় ২০০ মিটার দূরে পুতে দেয়,তারপর  মুন্ডুটাকে বাড়ি থেকে  আরও প্রায় ৫০০ মিটার দূরে একটি আম বাগানে গর্তে পুঁতে রাখে।  কৃষ্ণগঞ্জ থানার পুলিশ তদন্ত নেমে প্রথমে প্রহ্লাদ ঘোষকে ধুবুলিয়া থেকে গ্রেফতার করে এবং তার স্ত্রী নমিতা ঘোষকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদের পর সমস্ত ঘটনা প্রকাশ্যে আসে এবং পুলিশের যে রায় স্বীকার করে । আজ প্রথমে পুলিশ মুন্ডুটা উদ্ধার করে এরপর এলাকার ধৃত প্রহ্লাদকে নিয়ে মাথাভাঙ্গা নদীতে কাছে যায় দেহ উদ্ধার করার জন্য। এখনো পর্যন্ত বাবুসোনার দেহ তল্লাশি শুরু করলেও উদ্ধার করতে পারেনি।

বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন প্রাক্তন বিধায়ক গৌরী শঙ্কর দত্ত

   করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন  প্রাক্তন             বিধায়ক গৌরী শঙ্কর দত্ত
করোনা প্রাণ কেড়ে নিল নদীয়ার তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি তথা বিধায়ক গৌরী শঙ্কর দত্তের। এদিন কলকাতা বাইপাস সংলঙ্গ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন নদীয়ার প্রাক্তন বিধায়ক। বুধবার সন্ধ্যায় মৃত্যু হয়েছে তার। করোনার এই দ্বিতীয় ঢেউয়ে বাংলায় মৃত্যুর হার বেড়েই চলেছে। খরদা তৃণমূল প্রার্থী কাজল সিনহা সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী সহ ভোট চলাকালীন বেশ কয়েকজন রাজনৈতিক নেতার করোনায় মৃত্যু হয়েছে। ভোটের আগে করোনায় মৃত্যু হয়েছে একাধিক বিধায়কের। গৌরী শঙ্কর দত্তকে এবারের বিধানসভা ভোটের তৃণমূলের প্রার্থীর টিকিট না দেওয়ায় অসন্তুষ্ট হয়ে গৌরী শঙ্কর দত্ত মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করেন। প্রয়াত গৌরী শঙ্কর দত্তের মৃত্যুর সংবাদ এ নদীয়ায় শোকের ছায়া।

রবিবার, ১ নভেম্বর, ২০২০

গণধর্ষণে অভিযুক্ত যুবক গ্রেফতার

        "গণধর্ষণে অভিযুক্ত যুবক গ্রেফতার"
    কালিগঞ্জ:      বড়চাঁদঘর এলাকায় গণধর্ষণে         অভিযুক্ত সুজা উদ্দিন আহমেদকে কালীগঞ্জ         থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আজ            গ্রেপ্তার করে। তাকে আজ কৃষ্ণনগর জেলা            আদালতে তোলা হয়।

শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

গণধর্ষণের মতো ঘটনা ফের দেখা দিল কালীগঞ্জের বড়চাঁদ ঘর এলাকায়।

গণধর্ষণের মতো ঘটনা ফের দেখা দিল কালীগঞ্জের বড়চাঁদ ঘর এলাকায়।

আদও কি মেয়েরা সুরক্ষিত।দিনের পর দিন বাড়ছে ধর্ষণ।সেই রকম গণধর্ষণ দেখা দিল নদিয়ার কালীগঞ্জের বড় চাঁদ ঘর এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকাজুড়ে। গত বৃহস্পতিবার দিন রাতে ঘটে ঘটনাটি। মহিলাটি টোটো করে নানার বাড়ি যাচ্ছিল মাঝ রাস্তায় তৃণমূল আশ্রিত তিন যুবক মিলে টোটোতিকে আটকায় এবং টোটো চালককে ভয় দেখালে ভয়ে পালিয়ে যায় অটো চালক। সেখান থেকে মহিলাকে পেয়ারা বাগানে নিয়ে গিয়ে তিন যুবক মিলে ধর্ষণ করে।বিজেপির তৎপরতায় এই ঘটনা প্রকাশ্যে আসে। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল যুবতির বাড়ি যান এবং বাড়ির সদস্যদের সাথে কথা বলেন। তাদের তিনি আস্বস্ত করেন তিনি  প্রত্যেকটা যুবকের কঠোরতম শাস্তির দাবি জানান।  সংবাদ মাধ্যমকে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল জানান রাজ্যের পুলিশ এখন দাসে পরিণত হয়েছে। শুধু তাই নয়  তিনি রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন যে প্রতিটি ধর্ষকদের পেছনে রয়েছে শাসক দলের হাত। পরিবারের অভিযোগ প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন শাসক দল। কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয় এবং তিনজন অভিযুক্তের মধ্যে ভাসু সেখ নামে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানার পুলিশ।ঘটনার তদন্ত করছে কালীগঞ্জ থানা। বাকি দুজন এর সন্ধান চালাচ্ছে পুলিশ।

শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

নদীয়ার, আড়বেতাই রোডে একটি স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারায়।

নদীয়ার,   আড়বেতাই রোডে একটি  স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ  হারায়।

নাকাশিপাড়া থানার,  অন্তর্গত বেথুয়াডহরি থেকে আড়বেতা গামী স্কর পিও       আড়বেতাই ডিলার বাড়ির কাছে গতকাল রাতে টার্নিং পয়েন্টে একটি স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ  হারিয়ে  গার্ডওয়াল  ভেঙে পাশে ঝোপের মধ্য পড়ে যায়।         সকালে মর্নিং ওয়াক করতে গেলে স্থানীয় লোকজন গাড়িটি ভাঙ্গা অবস্থায় ঝোপের মধ্যে পড়ে থাকতে দেখতে পায়।         গাড়িতে কজন ছিল কারা ছিল তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে  কিনা  কোন  খোঁজখবর জানা যায়নি সকলে পলাতক।         এ খবর শুনে এততা এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
ঘটনাস্থলে আড়বেতাই গ্রামের পঞ্চায়েত.   মেম্বার মাননীয় সাদিকুর রহমান ওআড়বেতাই ন্যাশনাল ক্লাবের সম্পাদক নাজিম উদ্দিন মল্লিক ও স্থানীয় সিভিক ভলেন্টিয়ার আব্দুল আলিম এর উদ্যোগে নাকাশীপাড়া থানায় ঘটনাটি জানানো হলে, নাকাশিপাড়া  থানার এস আই  শ্রী  সুকুমার  মিশ্র
সহ  কয়েক জন  প্রশাসন  ঘটনাস্থলে     উপস্থিত হওয়ার পর,              গাড়ির লোকজনের কোনো খোঁজ খবর  না  পেয়ে,   গাড়িটি ক্রেনের  মাধ্যমে 
তুলে নাকাশীপাড়া থানায় নিয়ে যান।

সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

কালীগঞ্জের বসতপুরে গলায় ফাঁস দিয়ে অস্বাভাবিক মৃত্যু।

কালীগঞ্জের  বসতপুরে  গলায়  ফাঁস  দিয়ে  অস্বাভাবিক  মৃত্যু।  
 রিপোর্ট: আমিরুল সেখ (নদীয়া)
কালিগঞ্জ:         বসতপুরে  গলায়  ফাঁস  দিয়ে    অস্বাভাবিক  ভাবে  মৃত্যু  হল  এক  যুবকের  এই ঘটনাকে  কেন্দ্র  করে  এলাকায়  চাঞ্চল্য  ছড়ায় ,  মৃতের  নাম  নিধু রায়,        বয়স প্রায়  ১৮  বছর এলাকার এক বাঁশবাগানে তার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্হানীয়রা,          পরে কালীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কৃষ্ণনগর শক্তিনগর হসপিটাল পাঠায়।

নদীয়ার ,কালীগঞ্জে পলাশীতে 34 নম্বর জাতীয় সড়কের ওপর গাড়ি উল্টে গুরুতর আহত 7 জন।

কালিগঞ্জ: পলাশীতে 34 নম্বর জাতীয় সড়কের ওপর আজ সকালে পলাশী মীরা দু'নম্বর পঞ্চায়েতের কাছে কৃষ্ণনগর থেকে বেলডাঙা গামী কাপড় বোঝায় মালবাহী গাড়ি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এর ফলে গাড়িচালকসহ ৭ জন ব্যক্তি গুরুতর আহত হন।আহত ব্যক্তিদের এলাকার স্থানীয় মানুষ ও মীরা পুলিশ প্রশাসন পানিঘাটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠাই।এই ঘটনার ফলে পলাশী 34 নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়।

নদীয়ার,পলাশীর "সেজুয়া ব্রাহ্মাণীতলায়"ফকির লালন সাঁইজির "জন্মদিন অনুষ্ঠান পালন করা হলো।

 নদীয়ার "সেজুয়া ব্রাহ্মাণীতলায়"ফকির লালন সাঁইজির "জন্মদিন অনুষ্ঠান পালন করা হলো।

মানবতাবাদী ও সম্প্রতির প্রতীক লালন ফকিরের জন্ম মৃত্যু নিয়ে বিতর্ক থাকলেও জন্মদিন পালন করলো কয়েক জন ক্ষুদ্র বাউল শিল্পীরা। রবিবার বিকেলে অনুষ্ঠানটি হয় পলাশী সেজুয়ার ব্রহ্মাণীতলায়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-শ্রী দেবাশীষ আচার্য সহ কয়েকজন ফকির লালন শাইজির ভক্ত বাউল শিল্পী গণ। লালন ফকির ছিলেন একজন মানবতাবাদী দর্শন, অজ্ঞাত ধর্ম ব্যক্তি।১৯শতকে তার বাউল গান জনপ্রিয়তা অর্জন করলে তাকে বাউল সম্রাট আখ্যায়িত করা হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, ও বহু কবি, সাহিত্যিক ,নাট্যকার, বুদ্ধিজীবীরা লালন সাঁইজির গান নিজকন্ঠে জনসমাজে উচ্চারিত করেছিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত লালন সাইজির ভক্ত ক্ষুদ্র শিল্পীরা বলেন যে"লালনের গানের চেয়ে শক্তি আর কিছুই নেই, তাঁর গানের মধ্যে দিয়েই মুক্তির পথ খুঁজে পাওয়া যায়, তারা আরো বলেন-লালন সাঁইজির গান জাতপাত থাকেনা, থানা ,কোট, বিচার লাগেনা, কলমের চুরি, বন্দুক ধরা লাগে না।পৃথিবী যতদিন থাকবে লালনের গান ও ততদিন থাকবে গানের মাধ্যমে লালন শাইজির জন্মদিন পালন করছেন।

নদীয়ার, পলাশী মীরা উচ্চ বিদ্যালয়ে আজ বিদ্যালয় প্রাঙ্গনে উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

নদীয়ার, পলাশী মীরা উচ্চ বিদ্যালয়ে আজ বিদ্যালয় প্রাঙ্গনে উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উপস্থিত ছিলেন  বিশিষ্ট ব‍্যক্তিতরা সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও সাধারণ মানুষ।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

কালীগঞ্জ বিধানসভার জুরানপুর অঞ্চলে তপসিলি সম্প্রদায়ের সংলাপ যাত্ৰা কর্মসূচি।

কালীগঞ্জ বিধানসভার জুরানপুর অঞ্চলে তপসিলি সম্প্রদায়ের সংলাপ যাত্ৰা কর্মসূচি।

তৃণমূলের পক্ষ থেকে নদীয়া কালীগঞ্জ বিধানসভার জুরানপুর অঞ্চলে তপসিলি জাতীদের নিয়ে এক সংলাপ যাত্ৰা কর্মীসূচির আয়োজন করা হয়।এই কর্মসূচির মধ্যে বিধানসভার প্রতিটা অঞ্চলে তপসিলি সম্প্রদায়ের সবার সাথে যোগাযোগ স্থাপন করা হয়।করসূচিতে উপস্থিত ছিলেন কালীগঞ্জ বিধান সভার বিধায়ক হাসানুজ্জামান শেখ,নদীয়া জেলা পরিষদের খাদ্য ও সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষা মল্লিকা চাটার্জী,কালীগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের  সভাপতি দেবব্রত মুখার্জী,কালীগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জিয়াউর রহমান,পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালী খাতুন সহ অন্যান‍্য নেতৃত্ববৃন্দ।কর্মসূচিতে তাদের সুযোগ-সুবিধা জানা হয় এবং অতি শীঘ্রই তা সমাধান করা হবে জানান নেতৃত্ববৃন্দরা।

কফিনবন্দী দেহ দেখে কান্নায় আত্মহারা ঝাঁসিতে ট্যাঙ্ক বিস্ফোরণে মৃত সুকান্ত মন্ডলের মা ও তার পরিবার।

কফিনবন্দী দেহ দেখে কান্নায় আত্মহারা ঝাঁসিতে ট্যাঙ্ক বিস্ফোরণে মৃত সুকান্ত মন্ডলের মা ও তার পরিবার।   আলামিন  সেখ , পলাশিপাড়া:   কালী পুজোয...