কফিনবন্দী দেহ দেখে কান্নায় আত্মহারা ঝাঁসিতে ট্যাঙ্ক বিস্ফোরণে মৃত সুকান্ত মন্ডলের মা ও তার পরিবার।
আলামিন সেখ, পলাশিপাড়া: কালী পুজোয় ছেলের ফেরার কথা থাকলেও শনিবার রাতে পলাশিপাড়ার হাঁসপুকুরিয়ায় ফিরল ছেলের দেহ, তবে তা কফিন বন্দি হয়ে। কফিনবন্দী দেহ দেখে কান্নায় আত্মহারা ঝাঁসিতে ট্যাঙ্ক বিস্ফোরণে মৃত সুকান্ত মন্ডলের মা ও তার পরিবার। প্রসঙ্গত গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশের ঝাঁসিতে ববিনার ৫৫ আরমার্ড রেজিমেন্টের নির্দিষ্ট জায়গায় চলছিল ট্যাঙ্কের প্রশিক্ষণ। সেখানে T 90 ট্যাঙ্ক বিস্ফোরনে মৃত্যু হয় সুকান্ত ও এক কমান্ডারের। ঐদিন রাতেই ছুটিতে থাকা পাশের গ্রামে একই রেজিমেন্টে কর্মরত সুমন্ত মন্ডল , সুকান্তর বাড়িতে ওই দুর্ঘটনার খবর দেয়। এরপরেই কান্নায় ভেঙে পরে পরিবার। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ববিনা রেজিমেন্টের সেনা হাসপাতালে ময়নাতদন্তের পর শুক্রবার সকালে ববিনা থেকে ঝাঁসি , সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় দিল্লী। দিল্লি বিমানবন্দর থেকে বিমানে মৃতদেহ নিয়ে আসা হয় কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে কফিনবন্দি দেহ রওনা দেয় হাঁসপুকুরিয়ার উদ্দেশ্যে। রাত সাড়ে ৯ টার সময় গ্রামে এসে পৌঁছায় দেহ। সেখানে রাজ্য পুলিশ ও সেনার তরফে সুকান্তকে সম্মান জানাতে গান স্যালুট দেওয়া হয়।