দেবগ্রাম: প্রথমবার কালিগঞ্জ ব্লক মাইক ইউনিয়নের পক্ষ থেকে এক মহতী সম্মেলনের আয়োজন।
দীর্ঘ আট মাস লকডাউন এ কোন অনুষ্ঠান করতে না দেওয়ার কারণে মাইক ব্যবসায়ীরা আজ অসহায়। এরই সুবাদে, এই প্রথমবার কালিগঞ্জ ব্লক মাইক ইউনিয়নের পক্ষ থেকে , আজ দেবগ্রামে এক মহতি সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন, এতদা এলাকার স্বনামধন্য গুণীজনেরা। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সংগঠনের সভাপতি মাননীয় পরিমল ঘোষ মহাশয়, উপস্থিত ছিলেন কালীগঞ্জ ব্লক মাইক ইউনিয়নের সভাপতি মাননীয় সৌভনিক চ্যাটার্জি, আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী পার্থ দাস ও কালিগঞ্জ ব্লক পঞ্চায়েত সমিতির সভপতি মাননীয়া খুকুমণি ঘোষ,ও কালিগঞ্জ ব্লাকমাইক ইউনিয়নের সম্পাদক শ্রী সবিত ঘোষ। উপস্থিত ছিলেন নদীয়া জেলার সাউন্ড,লাইট জেনারেটর ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ধ্বনি গোপাল সাহা ও সম্পাদক বাপি ঘোষ। এই সম্মেলনে উপস্থিত সদস্যরা বিশেষ বক্তব্যে জানান যে, বিশ্বকর্মা পুজোর সময় নাকাশিপাড়া থানার ওসির অনুমতিতে, পশ্চিমবঙ্গের বিধি নিয়ম অনুসারে মাইক ভাড়া খাটিয়েছেন। ও রাত্রি দশটার আগে মাইক বন্ধ করেছেন।এই নিয়মবিধি মাথায় রেখে সামনে দুর্গা পুজো প্যান্ডেলে সকল মাইক ব্যবসায়ীরা যাতে পশ্চিমবঙ্গের নিয়ম মান্য করে মাইক ভাড়া খাটাতে পারেন তার জন্য লোকাল প্রশাসন ও জেলা স্তরের প্রশাসনের সকল অনুমতি নিয়ে সামনের অনুষ্ঠানগুলোতে মাইক ব্যবসা চালিয়ে যাবেন বলে জানাচ্ছেন। ও যারা নতুন ব্যবসায়ী তাদের ট্রেড লাইসেন্স করে ব্যবসা শুরু করার কথা বলছেন। এই সম্মেলন চলাকালীন, কালিগঞ্জ ব্লক মাইক ইউনিয়নের সম্পাদক মাননীয় সবিত ঘোষ এর সহযোগিতায় দেবগ্রাম চৌরাস্তার মোড়ে, সকল পথচারীদের মাক্স বিতরণ করা হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন