সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

নদীয়ার,পলাশীর "সেজুয়া ব্রাহ্মাণীতলায়"ফকির লালন সাঁইজির "জন্মদিন অনুষ্ঠান পালন করা হলো।

 নদীয়ার "সেজুয়া ব্রাহ্মাণীতলায়"ফকির লালন সাঁইজির "জন্মদিন অনুষ্ঠান পালন করা হলো।

মানবতাবাদী ও সম্প্রতির প্রতীক লালন ফকিরের জন্ম মৃত্যু নিয়ে বিতর্ক থাকলেও জন্মদিন পালন করলো কয়েক জন ক্ষুদ্র বাউল শিল্পীরা। রবিবার বিকেলে অনুষ্ঠানটি হয় পলাশী সেজুয়ার ব্রহ্মাণীতলায়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-শ্রী দেবাশীষ আচার্য সহ কয়েকজন ফকির লালন শাইজির ভক্ত বাউল শিল্পী গণ। লালন ফকির ছিলেন একজন মানবতাবাদী দর্শন, অজ্ঞাত ধর্ম ব্যক্তি।১৯শতকে তার বাউল গান জনপ্রিয়তা অর্জন করলে তাকে বাউল সম্রাট আখ্যায়িত করা হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, ও বহু কবি, সাহিত্যিক ,নাট্যকার, বুদ্ধিজীবীরা লালন সাঁইজির গান নিজকন্ঠে জনসমাজে উচ্চারিত করেছিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত লালন সাইজির ভক্ত ক্ষুদ্র শিল্পীরা বলেন যে"লালনের গানের চেয়ে শক্তি আর কিছুই নেই, তাঁর গানের মধ্যে দিয়েই মুক্তির পথ খুঁজে পাওয়া যায়, তারা আরো বলেন-লালন সাঁইজির গান জাতপাত থাকেনা, থানা ,কোট, বিচার লাগেনা, কলমের চুরি, বন্দুক ধরা লাগে না।পৃথিবী যতদিন থাকবে লালনের গান ও ততদিন থাকবে গানের মাধ্যমে লালন শাইজির জন্মদিন পালন করছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কফিনবন্দী দেহ দেখে কান্নায় আত্মহারা ঝাঁসিতে ট্যাঙ্ক বিস্ফোরণে মৃত সুকান্ত মন্ডলের মা ও তার পরিবার।

কফিনবন্দী দেহ দেখে কান্নায় আত্মহারা ঝাঁসিতে ট্যাঙ্ক বিস্ফোরণে মৃত সুকান্ত মন্ডলের মা ও তার পরিবার।   আলামিন  সেখ , পলাশিপাড়া:   কালী পুজোয...