নিজস্ব প্রতিনিধি: পলাশী
কৃষি বিল এর সমর্থনে বিজেপি দলের পক্ষ থেকে মিছিল ও পথসভা পলাশীতে।
রবিবার বিকেল কৃষি বিল এর সমর্থনে বিজেপি দলের পক্ষ থেকে এক মিছিলের আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন নদীয়ার বিজেপি দলের আহ্বায়ক মাহফুজা খাতুন, জেলা যুব মোর্চার সভাপতি শ্রী সৈকত সরকার সহ জেলা ও এলাকার স্থানীয় নেতৃবৃন্দ। এই মিছিলে কয়েকশো কর্মীরা পা মেলান। মিছিলের পরবর্তী সময় পলাশী নেতাজি স্ট্যাচু মোড়ে এক পথসভার আয়োজন করা হয়। এই সভায় বিজেপির আহবায়ক মাফুজা খাতুন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন উত্তরপ্রদেশে মনীষা বাল্মিকী নামে যে মেয়েটি নারকীয় ঘটনা ঘটেছে এটা খুবই দুঃখজনক ঘটনা। উত্তরপ্রদেশের যোগী সরকার, এসপি সহ 7 জন পুলিশ অফিসার কে সাসপেন্ড করেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে স্মরণ করিয়ে দিতে চান যে পূর্বের এ রাজ্যের বিভিন্ন স্থানের ধর্ষিতার কাহিনী, পূর্বে যারা ধর্ষণ করেছে তাদের সঠিক সাজা কারও হয়নি বলে মনে করেন। তিনি আরো বলেন যে পলাশী একটি ঐতিহাসিক স্থান, এই স্থানে কৃষকদের একটি বড় শিল্প পলাশী সুগার মিল ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে, আগামীতে আমাদের সরকার নির্বাচিত হলে, আমাদের দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর বার্তা পৌঁছে দেবেন বলে জানিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন