AIKS, CITU এবং AIAWU যৌথ আহ্বানে দলিত ও মহিলাদের উপরে নির্যাতনের প্রতিবাদে গণপ্রতিবাদ দিবস কর্মসূচি করা হলো নদীয়াতে।
AIKS,CITU এবং AIAWU যৌথ আহ্বানে সারা ভারতবর্ষ জুড়ে দলিত ও মহিলাদের উপর ক্রোমবর্ধমান যে হারে নির্যাতন চলছে তার প্রতিবাদে ১৩ অক্টবর মঙ্গলবার বিকাল ৪তে গণপ্রতিবাদ দিবস কর্মসূচির আয়োজন করা হয় নদিয়ার পলাশীতে।সেখানে উপিস্থিত ছিলেন শ্রমিক নেতা দেবাশীষ আচার্য,কাদের আলী,কৃষক নেতা ফটিক শেখ,রেজাউল হক,ইব্রাহিম আলী প্রমুখ।উপস্থিত প্রত্যেক নিজে নিজ বক্তাত্ব রাখেন।তাছাড়াও কয়েকশ মানুষের উপস্থিতি সেখানে লক্ষ করা যায়।আর এই পরিস্থিতির জন্য দায়ী মমতা সরকার ও মোদী সরকার সেই কথা স্পষ্ট ফুটে উঠছে তাদের বক্তব্যে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন