সংশোধিত কৃষি আইন ২০২০ বাতিলের দাবিতে দেবগ্রামে রেলগেট অবরোধ।
AIKKMS এর উদ্যোগে নদিয়ার দেবগ্রামে সংশোধিত কৃষি আইন ২০২০ বাতিলের দাবিতে স্টেশন সংলগ্ন রেলগেট অবরোধ করা হয়।সারা ভারত কৃষক ও ক্ষেতমজুর সংগঠন তাদের দাবিদাবা নিয়ে দেবগ্রামে BDO অফিসে সারনলিপি জমা দেয়।এই লকডাউনের মধ্যে কেন্দ্রের বিজেপি পরিচালিত মোদী সরকার এই লকডাউনের মধ্যে কৃষক বিরোধী সর্বনাশা কৃষি আইন ২০২০ পাশ করে আর এই জনবিরোধী কৃষি আইনের বিরুদ্ধে গোটা দেশ আজ উত্তাল।দেশের কৃষকদের ক্রীতদাসে পরিণত করেছেন মোদী সরকার বলে উল্লেখ করেন তারা।কৃষি আইন ২০২০ এর প্রতিবাদ ছাড়াও ফসল উৎপাদন খরচের দেড়গুণ দাম কমাতে হবে,দাম নির্ধারণের ক্ষমতা বহুজাতিক কোম্পানিগুলি নয় সরকারকে নির্ধারণ করতে হবে,কৃষিঋণ মুকুব করতে হবে ও নতুন করে বিনা সুদে ঋণ দিতে হবে, সার,বীজ,কিটনাসক সহ কৃষি উপকরণের দাম কমাতে হবে বলে নানান ধরনের দাবি উল্লেখ করেন শারনলিপিতে এবং দাবিদাবা গুলো যেনো পূরণ করা হয় তার আর্জি রাখেন তারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন