নিজস্ব প্রতিনিধি: নদীয়া
পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের অন্যতম উদ্যোগে 'আতমা প্রকল্পে' কেঁচো সার উৎপাদনে নদীয়ার কালীগঞ্জব্লকের পানিঘাটাপঞ্চায়েতের প্রায় ৭৬ জন কৃষককে প্রশিক্ষণ দেন কৃষি তথ্য ও আতমা প্রকল্পের উপদেষ্টা অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার। এই প্রশিক্ষণ শিবিরে তিনি বলেন যে রাসায়নিক সার ব্যবহার করলে তবেই বাড়বে উৎপাদন এতদিন অধিকাংশ চাষী ধারণা ছিল। বর্তমানে জৈব পদ্ধতিতে চাষ করলে যে ভালো লাভ মিলতে পারে এবার চাষীদের সে কথা বোঝাতে উদ্যোগী হন কালিগঞ্জ ব্লক কৃষি দপ্তর। তিনি আরো বলেন"ভার্মি কম্পোস্ট সার" ব্যবহার করলে রাসায়নিক সারের তুলনায় অনেক ব্যয় কম ও বেশী ফসল উৎপাদন হবে ও মাটিতে থাকা কৃষকের বন্ধু কেঁচো ও সজীব কীটপতঙ্গ বেঁচে থাকবে। মাটি ও পরিবেশ দূষণ কম হবে। কৃষকরা নিজেরাই বাড়িতে কম খরচে ভার্মি কম্পোস্ট সার তৈরি করতে পারবে। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত এলাকার হযরত শেখ নামে একজন চাষী উৎসাহিত হয়ে নিজেই বাড়িতে জৈবসার উৎপাদন করবেন বলে জানিয়েছেন। পরিচালনায় ও কৃষকদেরআর্থিক সহায়তার পাশে "কৃষি তথ্য ও উপদেষ্টা কেন্দ্র" "আতমা" কালিগঞ্জ ব্লক, নদীয়া ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন