শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

গণধর্ষণের মতো ঘটনা ফের দেখা দিল কালীগঞ্জের বড়চাঁদ ঘর এলাকায়।

গণধর্ষণের মতো ঘটনা ফের দেখা দিল কালীগঞ্জের বড়চাঁদ ঘর এলাকায়।

আদও কি মেয়েরা সুরক্ষিত।দিনের পর দিন বাড়ছে ধর্ষণ।সেই রকম গণধর্ষণ দেখা দিল নদিয়ার কালীগঞ্জের বড় চাঁদ ঘর এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকাজুড়ে। গত বৃহস্পতিবার দিন রাতে ঘটে ঘটনাটি। মহিলাটি টোটো করে নানার বাড়ি যাচ্ছিল মাঝ রাস্তায় তৃণমূল আশ্রিত তিন যুবক মিলে টোটোতিকে আটকায় এবং টোটো চালককে ভয় দেখালে ভয়ে পালিয়ে যায় অটো চালক। সেখান থেকে মহিলাকে পেয়ারা বাগানে নিয়ে গিয়ে তিন যুবক মিলে ধর্ষণ করে।বিজেপির তৎপরতায় এই ঘটনা প্রকাশ্যে আসে। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল যুবতির বাড়ি যান এবং বাড়ির সদস্যদের সাথে কথা বলেন। তাদের তিনি আস্বস্ত করেন তিনি  প্রত্যেকটা যুবকের কঠোরতম শাস্তির দাবি জানান।  সংবাদ মাধ্যমকে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল জানান রাজ্যের পুলিশ এখন দাসে পরিণত হয়েছে। শুধু তাই নয়  তিনি রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন যে প্রতিটি ধর্ষকদের পেছনে রয়েছে শাসক দলের হাত। পরিবারের অভিযোগ প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন শাসক দল। কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয় এবং তিনজন অভিযুক্তের মধ্যে ভাসু সেখ নামে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানার পুলিশ।ঘটনার তদন্ত করছে কালীগঞ্জ থানা। বাকি দুজন এর সন্ধান চালাচ্ছে পুলিশ।

শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

নদীয়ার, আড়বেতাই রোডে একটি স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারায়।

নদীয়ার,   আড়বেতাই রোডে একটি  স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ  হারায়।

নাকাশিপাড়া থানার,  অন্তর্গত বেথুয়াডহরি থেকে আড়বেতা গামী স্কর পিও       আড়বেতাই ডিলার বাড়ির কাছে গতকাল রাতে টার্নিং পয়েন্টে একটি স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ  হারিয়ে  গার্ডওয়াল  ভেঙে পাশে ঝোপের মধ্য পড়ে যায়।         সকালে মর্নিং ওয়াক করতে গেলে স্থানীয় লোকজন গাড়িটি ভাঙ্গা অবস্থায় ঝোপের মধ্যে পড়ে থাকতে দেখতে পায়।         গাড়িতে কজন ছিল কারা ছিল তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে  কিনা  কোন  খোঁজখবর জানা যায়নি সকলে পলাতক।         এ খবর শুনে এততা এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
ঘটনাস্থলে আড়বেতাই গ্রামের পঞ্চায়েত.   মেম্বার মাননীয় সাদিকুর রহমান ওআড়বেতাই ন্যাশনাল ক্লাবের সম্পাদক নাজিম উদ্দিন মল্লিক ও স্থানীয় সিভিক ভলেন্টিয়ার আব্দুল আলিম এর উদ্যোগে নাকাশীপাড়া থানায় ঘটনাটি জানানো হলে, নাকাশিপাড়া  থানার এস আই  শ্রী  সুকুমার  মিশ্র
সহ  কয়েক জন  প্রশাসন  ঘটনাস্থলে     উপস্থিত হওয়ার পর,              গাড়ির লোকজনের কোনো খোঁজ খবর  না  পেয়ে,   গাড়িটি ক্রেনের  মাধ্যমে 
তুলে নাকাশীপাড়া থানায় নিয়ে যান।

সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

কালীগঞ্জের বসতপুরে গলায় ফাঁস দিয়ে অস্বাভাবিক মৃত্যু।

কালীগঞ্জের  বসতপুরে  গলায়  ফাঁস  দিয়ে  অস্বাভাবিক  মৃত্যু।  
 রিপোর্ট: আমিরুল সেখ (নদীয়া)
কালিগঞ্জ:         বসতপুরে  গলায়  ফাঁস  দিয়ে    অস্বাভাবিক  ভাবে  মৃত্যু  হল  এক  যুবকের  এই ঘটনাকে  কেন্দ্র  করে  এলাকায়  চাঞ্চল্য  ছড়ায় ,  মৃতের  নাম  নিধু রায়,        বয়স প্রায়  ১৮  বছর এলাকার এক বাঁশবাগানে তার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্হানীয়রা,          পরে কালীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কৃষ্ণনগর শক্তিনগর হসপিটাল পাঠায়।

নদীয়ার ,কালীগঞ্জে পলাশীতে 34 নম্বর জাতীয় সড়কের ওপর গাড়ি উল্টে গুরুতর আহত 7 জন।

কালিগঞ্জ: পলাশীতে 34 নম্বর জাতীয় সড়কের ওপর আজ সকালে পলাশী মীরা দু'নম্বর পঞ্চায়েতের কাছে কৃষ্ণনগর থেকে বেলডাঙা গামী কাপড় বোঝায় মালবাহী গাড়ি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এর ফলে গাড়িচালকসহ ৭ জন ব্যক্তি গুরুতর আহত হন।আহত ব্যক্তিদের এলাকার স্থানীয় মানুষ ও মীরা পুলিশ প্রশাসন পানিঘাটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠাই।এই ঘটনার ফলে পলাশী 34 নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়।

নদীয়ার,পলাশীর "সেজুয়া ব্রাহ্মাণীতলায়"ফকির লালন সাঁইজির "জন্মদিন অনুষ্ঠান পালন করা হলো।

 নদীয়ার "সেজুয়া ব্রাহ্মাণীতলায়"ফকির লালন সাঁইজির "জন্মদিন অনুষ্ঠান পালন করা হলো।

মানবতাবাদী ও সম্প্রতির প্রতীক লালন ফকিরের জন্ম মৃত্যু নিয়ে বিতর্ক থাকলেও জন্মদিন পালন করলো কয়েক জন ক্ষুদ্র বাউল শিল্পীরা। রবিবার বিকেলে অনুষ্ঠানটি হয় পলাশী সেজুয়ার ব্রহ্মাণীতলায়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-শ্রী দেবাশীষ আচার্য সহ কয়েকজন ফকির লালন শাইজির ভক্ত বাউল শিল্পী গণ। লালন ফকির ছিলেন একজন মানবতাবাদী দর্শন, অজ্ঞাত ধর্ম ব্যক্তি।১৯শতকে তার বাউল গান জনপ্রিয়তা অর্জন করলে তাকে বাউল সম্রাট আখ্যায়িত করা হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, ও বহু কবি, সাহিত্যিক ,নাট্যকার, বুদ্ধিজীবীরা লালন সাঁইজির গান নিজকন্ঠে জনসমাজে উচ্চারিত করেছিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত লালন সাইজির ভক্ত ক্ষুদ্র শিল্পীরা বলেন যে"লালনের গানের চেয়ে শক্তি আর কিছুই নেই, তাঁর গানের মধ্যে দিয়েই মুক্তির পথ খুঁজে পাওয়া যায়, তারা আরো বলেন-লালন সাঁইজির গান জাতপাত থাকেনা, থানা ,কোট, বিচার লাগেনা, কলমের চুরি, বন্দুক ধরা লাগে না।পৃথিবী যতদিন থাকবে লালনের গান ও ততদিন থাকবে গানের মাধ্যমে লালন শাইজির জন্মদিন পালন করছেন।

নদীয়ার, পলাশী মীরা উচ্চ বিদ্যালয়ে আজ বিদ্যালয় প্রাঙ্গনে উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

নদীয়ার, পলাশী মীরা উচ্চ বিদ্যালয়ে আজ বিদ্যালয় প্রাঙ্গনে উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উপস্থিত ছিলেন  বিশিষ্ট ব‍্যক্তিতরা সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও সাধারণ মানুষ।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

কালীগঞ্জ বিধানসভার জুরানপুর অঞ্চলে তপসিলি সম্প্রদায়ের সংলাপ যাত্ৰা কর্মসূচি।

কালীগঞ্জ বিধানসভার জুরানপুর অঞ্চলে তপসিলি সম্প্রদায়ের সংলাপ যাত্ৰা কর্মসূচি।

তৃণমূলের পক্ষ থেকে নদীয়া কালীগঞ্জ বিধানসভার জুরানপুর অঞ্চলে তপসিলি জাতীদের নিয়ে এক সংলাপ যাত্ৰা কর্মীসূচির আয়োজন করা হয়।এই কর্মসূচির মধ্যে বিধানসভার প্রতিটা অঞ্চলে তপসিলি সম্প্রদায়ের সবার সাথে যোগাযোগ স্থাপন করা হয়।করসূচিতে উপস্থিত ছিলেন কালীগঞ্জ বিধান সভার বিধায়ক হাসানুজ্জামান শেখ,নদীয়া জেলা পরিষদের খাদ্য ও সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষা মল্লিকা চাটার্জী,কালীগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের  সভাপতি দেবব্রত মুখার্জী,কালীগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জিয়াউর রহমান,পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালী খাতুন সহ অন্যান‍্য নেতৃত্ববৃন্দ।কর্মসূচিতে তাদের সুযোগ-সুবিধা জানা হয় এবং অতি শীঘ্রই তা সমাধান করা হবে জানান নেতৃত্ববৃন্দরা।

সংশোধিত কৃষি আইন ২০২০ বাতিলের দাবিতে দেবগ্রামে রেলগেট অবরোধ।

সংশোধিত কৃষি আইন ২০২০ বাতিলের দাবিতে দেবগ্রামে রেলগেট অবরোধ।
AIKKMS এর উদ্যোগে নদিয়ার দেবগ্রামে  সংশোধিত কৃষি আইন ২০২০ বাতিলের দাবিতে স্টেশন সংলগ্ন রেলগেট অবরোধ করা হয়।সারা ভারত কৃষক ও ক্ষেতমজুর সংগঠন তাদের দাবিদাবা নিয়ে দেবগ্রামে BDO অফিসে সারনলিপি জমা দেয়।এই লকডাউনের মধ্যে কেন্দ্রের বিজেপি পরিচালিত মোদী সরকার এই লকডাউনের মধ্যে কৃষক বিরোধী সর্বনাশা কৃষি আইন ২০২০ পাশ করে আর এই জনবিরোধী  কৃষি আইনের বিরুদ্ধে গোটা দেশ আজ উত্তাল।দেশের কৃষকদের ক্রীতদাসে পরিণত করেছেন মোদী সরকার বলে উল্লেখ করেন তারা।কৃষি আইন ২০২০ এর প্রতিবাদ ছাড়াও ফসল উৎপাদন খরচের দেড়গুণ দাম কমাতে হবে,দাম নির্ধারণের ক্ষমতা বহুজাতিক কোম্পানিগুলি নয় সরকারকে নির্ধারণ করতে হবে,কৃষিঋণ মুকুব করতে হবে ও নতুন করে বিনা সুদে ঋণ দিতে হবে,  সার,বীজ,কিটনাসক সহ কৃষি উপকরণের দাম কমাতে হবে বলে নানান ধরনের দাবি উল্লেখ করেন শারনলিপিতে এবং দাবিদাবা গুলো যেনো পূরণ করা হয় তার আর্জি রাখেন তারা।

নদীয়ায় লরির ধাক্কায় ৩৪ নম্বর জাতীয় সড়কে মৃত্যু এক টোটো চালক।

নদীয়ায় লরির ধাক্কায় ৩৪ নম্বর জাতীয় সড়কে মৃত্যু এক টোটো চালক।

আজ সকালে মর্মান্তিক ঘটনা ঘটল নদীয়ার ৩৪ নম্বর জাতীয় সড়কে।নদীয়া জেলার পলাশীর মিরাবাজারে ৩৪ নম্বর জাতীয় সড়কে লাইনে দাঁড়িয়ে থাকা টোটোকে ধাক্কা মারে কলকাতা থেকে শিলিগুড়িগামী এক লড়ি।ধাক্কা মারার সাথে সাথে টোটো চালাক টোটো থেকে জাতীয় সড়কের উপর পরে যায় এবং টোটো চালকের পেটে লড়ি চাপিয়ে পালিয়ে যায় সেই লরিটি।মৃত ব্যক্তির নাম কাবেরউদ্দিন বিস্বাস,বয়স ৬২। মৃত ব্যক্তির বাড়ি পলাশী আরামডাঙ্গায়।পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। তার আত্মা শান্তির জন্য পলাশী মীরা টোটো ইউনিয়নের পক্ষ থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত টোটো বন্ধ রাখার আবেদন জানানো হয়।

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

দলিত ও মহিলাদের উপরে নির্যাতনের প্রতিবাদে গণপ্রতিবাদ দিবস কর্মসূচি করা হলো নদীয়াতে।

AIKS, CITU এবং AIAWU  যৌথ আহ্বানে দলিত ও মহিলাদের উপরে নির্যাতনের  প্রতিবাদে গণপ্রতিবাদ দিবস কর্মসূচি করা হলো নদীয়াতে।

 AIKS,CITU এবং AIAWU যৌথ আহ্বানে সারা ভারতবর্ষ জুড়ে দলিত ও মহিলাদের উপর ক্রোমবর্ধমান যে হারে নির্যাতন চলছে তার প্রতিবাদে ১৩ অক্টবর মঙ্গলবার বিকাল ৪তে গণপ্রতিবাদ দিবস কর্মসূচির আয়োজন করা  হয় নদিয়ার পলাশীতে।সেখানে উপিস্থিত ছিলেন শ্রমিক নেতা দেবাশীষ আচার্য,কাদের আলী,কৃষক নেতা ফটিক শেখ,রেজাউল হক,ইব্রাহিম আলী প্রমুখ।উপস্থিত প্রত্যেক নিজে নিজ বক্তাত্ব রাখেন।তাছাড়াও কয়েকশ মানুষের উপস্থিতি সেখানে লক্ষ করা যায়।আর এই পরিস্থিতির জন্য দায়ী মমতা সরকার ও মোদী সরকার সেই কথা স্পষ্ট ফুটে উঠছে তাদের বক্তব্যে।

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

নদীয়া জেলার "পারকুলা মিলন সংঘের" ফুটবল মাঠ পরিচর্যা।

নদীয়া জেলার "পারকুলা মিলন সংঘের" ফুটবল মাঠ পরিচর্যা।

নদীয়া জেলার "পারকুলা মিলন সংঘ" এতদাএলাকার স্বনামধন্য রেজিস্ট্রেশন প্রাপ্ত ঐতিহ্যবাহী ক্লাব। প্রতিবছর অক্টোবর মাসে 8 দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকে। এর সুবাদে ক্লাব সভাপতি মাননীয় ডক্টর রাজ্জাক আলী শেখ, ক্লাব সম্পাদক মাননীয় আব্দুল মতিন শেখ।ও কোষাধ্যক্ষ হাসিবুল শেখ এর দীর্ঘ প্রয়াসে ঘাস কাটা মেশিন কেনা হলো ও আজ বিকেল তিন ঘটিকায় মাঠ পরিচর্যার কাজ শুরু হয়, মাঠ পরিচর্যার সময় দীর্ঘ সময় ধরে ঘাস কাটা মেশিন চালিয়ে ঘাস কাটেন 55 বছর বয়সের ক্লাব সদস্য সরমান হলসোনা ও ক্লাব সম্পাদক আব্দুল মতিন শেখ । এছাড়াও ক্লাবের প্রত্যেক সদস্য উপস্থিত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

নদীয়ার নাকাশিপাড়ায় গৃহ শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ।

নদীয়ার নাকাশিপাড়ায় গৃহ শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ।

নদীয়া জেলার নাকাশি পাড়ায় ১২ বছররে শিশুর উপর  যৌন নির্যাতনের অভিযোগ উঠলো এক গৃহশিক্ষকের বিরুদ্ধে।শিশুর পরিবারের পক্ষ থেকে নাকাসিপাড়া থানায় গৃহশিক্ষক সুশান্ত বসুর নামে অভিযোগ দায়ের করা হয়।অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে তাকে। পুলিশ সূত্রে জানা যায়,বেথুয়াডহরি পশ্চিম জাগদানন্দপুরের নাবালিকা স্কুলছাত্রীকে প্রতিদিনের মতো বুধবার দিন সকালে পড়াতে আসে গৃহশিক্ষক অভিযোগ, ঘরের দরজা বন্ধ করে  ছাত্রীকে যৌন নির্যাতন করে গৃহশিক্ষক।বৃহস্পতিবার কৃষ্ণনগর আদালতে তোলা হয় গৃহশিক্ষকে।

নদীয়া থেকে আমিরুল শেখের রিপোর্ট,পলাশী NEWS বাংলা।

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

উত্তরপ্রদেশের হাথরাসে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল পলাশীতে।

নিজস্ব প্রতিনিধি: নাদিয়া

উত্তরপ্রদেশের হাথরাসের দলিত নাবালিকাকে ধর্ষণের প্রতিবাদে বামফ্রন্ট ও কংগ্রেসের ডাকে আজ পলাশীতে একটি বিরাট মিছিলের আয়োজন করা হয়। এই ধিক্কার মিছিলটি পলাশী 34 নম্বর রোড পরিক্রম করে নেতাজি স্ট্যাচু মোড়ে শেষ হয়।উত্তরপ্রদেশের দলিত পরিবারের মেয়ে মনীষা বাল্মীকির ধর্ষণ ও হত্যার প্রতিবাদে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে 1 থেকে 80 সকল বয়সের পুরুষ ও মহিলা আজ প্রতিবাদে রাস্তায় নেমেছে, সকলের একই প্রতিবাদ যোগী রাজ্যের এই বর্বর ঘটনা নিন্দনীয়। দোষীদের উপযুক্ত শাস্তি চাই।উত্তরপ্রদেশের পাশাপাশি এ রাজ্যের তথা পশ্চিমবঙ্গেও এমন নির্যাতিতার শিকার হচ্ছেন বহু মহিলা। দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করেন। সিপিআইএম ও কংগ্রেস এর সদস্যদের একটি বক্তব্য "বিজেপি যোগী সরকার হটাও নারী নির্যাতন বাঁচাও।"

সোমবার, ৫ অক্টোবর, ২০২০

কালিগঞ্জ ব্লকের চাষীদের "জৈব কেঁচো সার"(ভার্মি কম্পোস্ট) প্রশিক্ষণে "আতমা প্রকল্পের শিবির"।

কালিগঞ্জ ব্লকের চাষীদের "জৈব কেঁচো সার"(ভার্মি কম্পোস্ট) প্রশিক্ষণে "আতমা প্রকল্পের শিবির"।
 নিজস্ব প্রতিনিধি: নদীয়া            
পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের অন্যতম উদ্যোগে 'আতমা প্রকল্পে' কেঁচো সার উৎপাদনে নদীয়ার কালীগঞ্জব্লকের পানিঘাটাপঞ্চায়েতের প্রায় ৭৬ জন কৃষককে প্রশিক্ষণ দেন কৃষি তথ্য ও আতমা প্রকল্পের উপদেষ্টা অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার। এই প্রশিক্ষণ শিবিরে তিনি বলেন যে রাসায়নিক সার ব্যবহার করলে তবেই বাড়বে উৎপাদন এতদিন অধিকাংশ চাষী ধারণা ছিল। বর্তমানে জৈব পদ্ধতিতে চাষ করলে যে ভালো লাভ মিলতে পারে এবার চাষীদের সে কথা বোঝাতে উদ্যোগী হন কালিগঞ্জ ব্লক কৃষি দপ্তর। তিনি আরো বলেন"ভার্মি কম্পোস্ট সার" ব্যবহার করলে রাসায়নিক সারের তুলনায় অনেক ব্যয় কম ও বেশী ফসল উৎপাদন হবে ও মাটিতে থাকা কৃষকের বন্ধু কেঁচো ও সজীব কীটপতঙ্গ বেঁচে থাকবে। মাটি ও পরিবেশ দূষণ কম হবে। কৃষকরা নিজেরাই বাড়িতে কম খরচে ভার্মি কম্পোস্ট সার তৈরি করতে পারবে। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত এলাকার হযরত শেখ নামে একজন চাষী উৎসাহিত হয়ে নিজেই বাড়িতে জৈবসার উৎপাদন করবেন বলে জানিয়েছেন। পরিচালনায় ও কৃষকদেরআর্থিক সহায়তার পাশে "কৃষি তথ্য ও উপদেষ্টা কেন্দ্র" "আতমা"   কালিগঞ্জ ব্লক, নদীয়া    ।

রবিবার, ৪ অক্টোবর, ২০২০

কৃষি বিল এর সমর্থনে বিজেপি দলের পক্ষ থেকে মিছিল ও পথসভা পলাশীতে

    নিজস্ব প্রতিনিধি:  পলাশী
   কৃষি বিল এর সমর্থনে বিজেপি দলের পক্ষ      থেকে  মিছিল ও পথসভা পলাশীতে।

 রবিবার বিকেল কৃষি বিল এর সমর্থনে বিজেপি দলের পক্ষ থেকে এক মিছিলের আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন নদীয়ার বিজেপি দলের আহ্বায়ক মাহফুজা খাতুন, জেলা যুব মোর্চার  সভাপতি শ্রী সৈকত সরকার সহ জেলা ও এলাকার স্থানীয় নেতৃবৃন্দ। এই মিছিলে কয়েকশো কর্মীরা পা মেলান। মিছিলের পরবর্তী সময় পলাশী নেতাজি স্ট্যাচু মোড়ে এক পথসভার আয়োজন করা হয়। এই সভায় বিজেপির আহবায়ক মাফুজা খাতুন  সংক্ষিপ্ত বক্তব্যে বলেন উত্তরপ্রদেশে মনীষা বাল্মিকী নামে যে মেয়েটি নারকীয় ঘটনা ঘটেছে এটা খুবই দুঃখজনক ঘটনা। উত্তরপ্রদেশের যোগী সরকার, এসপি সহ 7 জন পুলিশ অফিসার কে সাসপেন্ড করেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে স্মরণ করিয়ে দিতে চান যে পূর্বের এ রাজ্যের বিভিন্ন স্থানের ধর্ষিতার কাহিনী, পূর্বে যারা ধর্ষণ করেছে তাদের সঠিক সাজা কারও হয়নি বলে মনে করেন। তিনি আরো বলেন যে পলাশী একটি ঐতিহাসিক স্থান, এই স্থানে কৃষকদের একটি বড় শিল্প পলাশী সুগার মিল ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে, আগামীতে আমাদের সরকার নির্বাচিত হলে, আমাদের দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর বার্তা পৌঁছে দেবেন বলে জানিয়েছেন।

প্রথমবার কালিগঞ্জ ব্লক মাইক ইউনিয়নের পক্ষ থেকে এক মহতী সম্মেলনের আয়োজন।

 দেবগ্রাম: প্রথমবার কালিগঞ্জ ব্লক মাইক                          ইউনিয়নের পক্ষ থেকে এক মহতী                      সম্মেলনের আয়োজন।

দীর্ঘ আট মাস লকডাউন এ কোন অনুষ্ঠান করতে না দেওয়ার কারণে মাইক ব্যবসায়ীরা আজ অসহায়। এরই সুবাদে, এই প্রথমবার কালিগঞ্জ ব্লক মাইক ইউনিয়নের পক্ষ থেকে , আজ দেবগ্রামে এক মহতি সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন, এতদা এলাকার স্বনামধন্য গুণীজনেরা। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সংগঠনের সভাপতি মাননীয় পরিমল ঘোষ মহাশয়, উপস্থিত ছিলেন কালীগঞ্জ ব্লক মাইক ইউনিয়নের সভাপতি মাননীয় সৌভনিক চ্যাটার্জি, আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী পার্থ দাস ও কালিগঞ্জ ব্লক পঞ্চায়েত সমিতির সভপতি মাননীয়া খুকুমণি ঘোষ,ও কালিগঞ্জ ব্লাকমাইক ইউনিয়নের সম্পাদক শ্রী সবিত ঘোষ। উপস্থিত ছিলেন নদীয়া জেলার সাউন্ড,লাইট জেনারেটর ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি  ধ্বনি গোপাল সাহা ও সম্পাদক বাপি ঘোষ। এই সম্মেলনে উপস্থিত সদস্যরা বিশেষ বক্তব্যে জানান যে, বিশ্বকর্মা পুজোর সময় নাকাশিপাড়া থানার ওসির অনুমতিতে, পশ্চিমবঙ্গের বিধি নিয়ম অনুসারে মাইক ভাড়া খাটিয়েছেন। ও রাত্রি দশটার আগে মাইক বন্ধ করেছেন।এই নিয়মবিধি মাথায় রেখে সামনে দুর্গা পুজো প্যান্ডেলে সকল মাইক ব্যবসায়ীরা যাতে পশ্চিমবঙ্গের নিয়ম মান্য করে মাইক ভাড়া খাটাতে পারেন তার জন্য লোকাল প্রশাসন ও জেলা স্তরের প্রশাসনের সকল অনুমতি নিয়ে সামনের অনুষ্ঠানগুলোতে মাইক ব্যবসা চালিয়ে যাবেন বলে জানাচ্ছেন। ও যারা নতুন ব্যবসায়ী তাদের ট্রেড লাইসেন্স করে ব্যবসা শুরু করার কথা বলছেন। এই সম্মেলন চলাকালীন, কালিগঞ্জ ব্লক মাইক ইউনিয়নের সম্পাদক মাননীয়  সবিত ঘোষ এর সহযোগিতায় দেবগ্রাম চৌরাস্তার মোড়ে, সকল পথচারীদের মাক্স বিতরণ করা হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়।

কফিনবন্দী দেহ দেখে কান্নায় আত্মহারা ঝাঁসিতে ট্যাঙ্ক বিস্ফোরণে মৃত সুকান্ত মন্ডলের মা ও তার পরিবার।

কফিনবন্দী দেহ দেখে কান্নায় আত্মহারা ঝাঁসিতে ট্যাঙ্ক বিস্ফোরণে মৃত সুকান্ত মন্ডলের মা ও তার পরিবার।   আলামিন  সেখ , পলাশিপাড়া:   কালী পুজোয...